ঢাকা বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬ , ২৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

লালপুরে পাওনা টাকা চাওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা

মো. মাজহারুল ইসলাম
১ বছর আগে
লালপুরে পাওনা টাকা চাওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা
নাটোরের লালপুরে পাওনা টাকা চাওয়ায় আব্দুস সালাম (৪৫) নামে এক মুদি দোকানিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় শাহেব আলী (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১ অক্টোবর) ভোর রাতে কদিমচিলান ইউনিয়নের চৌষডাঙ্গা গ্রামে এঘটনা ঘটে। নিহত সালাম একই গ্রামের ইয়াজুদ্দিন শাহের ছেলে ও আটককৃত শাহেব আলী আব্দুল মজিদের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শাহেব আলী দীর্ঘদিন যাবত সালামের দোকানে বাকি খেতেন। বাকির পরিমান দিন দিন বেড়ে যাওয়ায় বাকি টাকা আদায়ের জন্য শাহেব আলীকে চাপ দিতে থাকে সালাম।  বাকি টাকা চাওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে দ্বন্দের সৃষ্টি হয়। আর এই দ্বন্দের জেরে গভীর রাতে মুদির দোকানে আগুন লাগিয়ে দেয় শাহেব আলী। বিষয়টি টের পেয়ে সালাম দোকানের বাইরে আসলে পিছন থেকে তাকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করে শাহেব আলী। পরে স্থানীয়রা সাহেবকে ধরে পুলিশের কাছে সোপর্দ করে।
এবিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে জানান মরাদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

 


কমেন্ট বক্স