ঢাকা বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬ , ২৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ছাত্রদের বুকে গুলি চালানো যুবলীগ নেতা আরিফ এখন বিএনপি নেতার আশ্রয়ে

নিউজ ডেস্ক
১ বছর আগে
ছাত্রদের বুকে গুলি চালানো যুবলীগ নেতা আরিফ এখন বিএনপি নেতার আশ্রয়ে
সাভারে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর অবৈধ পিস্তল দিয়ে প্রকাশ্যে গুলি ছোড়া হত্যা মামলার আসামি সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আরিফ ভূঁইয়া পালিয়ে বিএনপি নেতার আশ্রয়ে রয়েছেন বলে অভিযোগ উঠেছে। যার আশ্রয় রয়েছেন তিনি আরিফ ভুঁইয়ার আত্মীয় ও কেরানীগঞ্জের তারানগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আওলাদ হোসেন বলে জানা গেছে।

রোববার (২৫ আগস্ট) ঘটনাটি জানাজানি হলে সাভার ও কেরানীগঞ্জের বিএনপি নেতা কর্মীদের মধ্যে নানা প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

এর আগে, শনিবার (২৪ আগস্ট) রাতে সাভারের কয়েকজন বিএনপি'র নেতা কর্মী কেরানীগঞ্জের কলাতিয়া বাজার দিয়ে যাবার পথে একটি চায়ের দোকানে আরিফ ভূঁইয়াকে দেখতে পায় । পরে তারা আরিফকে ধরে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দা করতে চাইলে বিএনপি নেতা আওলাদ হোসেনের ভাই ডালিম আরিফ ভূঁইয়াকে ছিনিয়ে নিয়ে চলে যায় । এরপর বিষয়টি প্রকাশ্যে আসে।

স্থানীয়রা জানান, যুবলীগ নেতা আরিফ ভূঁইয়ার বোন জামাই হচ্ছে বিএনপি নেতা আওলাদের ছোট ভাই ডালিম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় আরিফের বিরুদ্ধে মামলা হলে সে তার বোন জামাইয়ের বাসায় আশ্রয় নেয়।

আরিফ ভূঁইয়া সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফখরুল আলম সমরের ক্যাডার বাহিনীর সদস্য। সে তেঁতুলঝোড়া ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হেলমেট পড়ে ছাত্র জনতার উপর গুলির করতে দেখা গেছে আরিফ ভূঁইয়াকে। আরিফের গুলি ছোড়ার বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ ঘটনায় সাভার মডেল থানায় আরিফ ভুঁইয়ার বিরুদ্ধে তিনটি হত্যা মামলা দায়ের হয়েছে।

এর আগে, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্রদের ডাকে ‘লং মার্চ টু’ ঢাকা কর্মসূচির সময়ে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলে পতন হয় আওয়ামী লীগ সরকারের। এরপর থেকে এলাকা ছাড়তে শুরু করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। একইভাবে এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায় সাভারের আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও। তাদের একজন আরিফ ভূঁইয়া। এতদিন তার কোন খোঁজ পাওয়া না গেলেও শনিবার প্রকাশ পায় তিনি রয়েছেন কেরানীগঞ্জের তারানগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন ও তার পরিবারের আশ্রয়ে।

এ বিষয়ে তারানগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আওলাদ হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে, আরিফ ভূঁইয়া তাদের আত্মীয় হয় স্বীকার করলেও আশ্রয়ের বিষয়টি অস্বীকার করেন তিনি।


কমেন্ট বক্স